৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

গ্রীষ্মকালীন তরমুজ মধুমালা চাষে চমক : শুরুতেই সাফল্য

আপডেট: আগস্ট ৫, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আমতলী প্রতিবেদন
গ্রীষ্মকালীন তরমুজ মধুমালা চাষ করে চকম সৃষ্টি করেছেন কৃষক মোঃ রুহুল আমিন বিশ^াস। ওপরে হদলে ভিতরে টকটকে লাল রংয়ের মধুমালা তরমুজ ঝুলছে মাচায়। অপরুপ সৌন্দর্যে সোভিত তার ক্ষেত। সুস্বাদু তরমুজের রয়েছে প্রচুর চাহিদা। সখের বসে চাষ করে শুরুতেই সফলতা পেয়েছেন চাষী রুহুল আমিন। প্রতিদিন মানুষ ক্রয় এবং দেখতে আসছেন তার মধুমালা তরমুজ ক্ষেত। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামে।
জানাগেছে, আমতলী পৌরসভার সহকারী কর আদায়কারী আড়পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা কৃষক রুহুল আমিন বিশ^াস। চাকুরীর পাশাপাশি দীর্ঘদিন ধরে মৎস্য ও সবজি চাষ করে আসছেন। মৎস্য ও সবজি চাষে বেশ সফলতা পেয়েছেন তিনি। তার সফলতাকে আরো প্রসারিত করতে উদ্যোগ নেন গ্রীষ্মকালীন তরমুজ চাষে। উপজেলার কৃষি অফিসের পরামর্শে মধুমালা তরমুজ চাষ করেন। দ্বিধাদ্বন্ধে সখের বসত ১০ হাজার টাকা ব্যয়ে এ বছর জুন মাসের শুরুতে ২’শ মাধায় (জার) তরমুজের বীজ বপন করেন। মাঁচা তৈরি করে এ তরমুজ চাষ করা হয়। শুরুতেই যতার্থ পরিচর্যা করা হয়। অদম্য পরিশ্রম করে বীজ থেকে চারায় রুপান্তিত হয়। দুই মাসের মাথায় গাছে ফল ধরেছে। খুশিতে আত্মহারা চাষী রুহুল আমিন। শুরুতে ব্যঙ্গ বিদ্রুপ থাকলে ভয়কে জয় করেই তার এ তরমুজ চাষ। তার অদম্য শ্রমকে কিছুটা ব্যঘাত ঘটিয়েছেন বিরামহীন বর্ষণ। কিন্তু তেমন সমস্যা হয়নি। বর্তমানে তার গাছের তরমুজ বড় হয়েছে। থোকায় থোকায় মাঁচায় তরমুজ ঝুলছে। ওপরে হলদে ভেতরে টকটকে লাল সুস্বাদু তরমুজ। দেখলে অপরুপ সৌন্দর্যে সোভিত তার ক্ষেত। ইতিমধ্যে তিনি ৫০ টি তরমুজ বিক্রি করছেন। দামও বেশ ভালো। ধরন ভেদে ২’শ টাকা থেকে ৪’শ টাকায় একটি তরমুজ বিক্রি করছেন চাষী রুহুল আমিন। কিন্তু চাহিদামত তরমুজ ক্রেতাকে দিতে পারছেন না। ক্রেতাদের কাছে মুল্য বিবেচ্য বিষয় না তরমুজ পেলেই খুশি। ক্রেতাদের চাহিদামত তরমুজ দিতে না পারায় বিপাকে চাষী রুহুল আমিন। তরমুজ নিয়ে ক্রেতাদের মাঝে পরেছে যথারীতি হুরুস্তুল। ইতিমধ্যে চাষি রুহুল আমিন ১০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। গাছে আরো বেশ তরমুজ রয়েছে। পরীক্ষামুলক হলেও শুরুতেই তিনি চমক সৃষ্টি করেছেন। আশা করছেন এ বছর অন্তত আরো ৪০ হাজার টাকার তরমুজ বিক্রি করতে পারবেন। প্রতিদিন তার মধুমালা তরমুজ ক্ষেত দেখলে লোক এসে ভীড় করছেন।
তরমুজ ক্ষেত দেখতে আসা জাফর ও নজরুল ইসলাম বলেন, অসময়ের তরমুজ। দেখতে খুবই সুন্দর। গাছে থোকায় থোকায় হলদে রংয়ের তরমুজ ঝুলে আছে। এ যেন প্রকৃতির দেয়া অপরুপ সৌন্দর্য। তারা আরো বলেন, চেয়েছিলাম তরমুজ কিনতে কিন্তু পারিনি।
মধুমালা তরমুজ চাষী মোঃ রুহুল আমিন বিশ^াস বলেন, ছাত্রজীবন থেকেই মাছ ও সবজি চাষ করে আসছি। চাকুরী নেয়ার পরেও চাষাবাদ থেকে নিজেকে গুটিয়ে নিতে পারিনি। চাকুরীর ফাঁকে ফাঁকে মাছ ও সবজি চাষ করছি। কিন্তু দীর্ঘদিন ধরে নুতন কিছু চাষের উৎসাহ মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাই এ বছর জুন মাসে গ্রীষ্মকালীন তরমুজ চাষের উদ্যোগ নেই। পরীক্ষামুলক হলেও বেশ সফলতা পেয়েছি। সখের বসত হলেও এখন বেশ লাভবান হবো বলে আশা করছি। তিনি আরো বলেন, অসময়ের তরমুজ। চাহিদা অনেক কিন্তু ক্রেতাদের দিতে পারছি না। এখন পর্যন্ত ১০ হাজার টাকা বিক্রি করেছি। গাছে যে তরমুজ আছে তাতে আরো ৪০ হাজার টাকা বিক্রি করতে পারবো। আমার দেখাদেখি অনেকে এ তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, মধুমালা তরমুজ গ্রীষ্মকালীন ফল। এ ফল চাষে বেশ লাভবান হওয়া যায়। তরমুজ চাষী রুহুল আমিন বিশ^াস এই প্রথম উপজেলায় মধুমালা তরমুজ চাষ করেছেন। বেশ সফলতা পেয়েছেন তিনি। তার দেখাদেখি অনেক কৃষক এ তরমুজ চাষে আগ্রহী হয়েছেন। তিনি আরো বলেন, গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network