২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

পদ্মা-যমুনা-ব্রহ্মপুত্রসহ দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরো আবনতি হয়েছে। কুড়িগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জসহ কয়েক জেলায় পানিবন্দি কয়েক লাখ মানুষ।

আটটি নদীর পানি ১৯টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। দেশের উত্তর, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের ১১ জেলার বন্যা পরিস্থিতির অবনতি-পরবর্তী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল নদ-নদীর অবস্থার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেইসঙ্গে কয়েকটি জেলায় অব্যাহত আছে তীব্র নদী ভাঙন। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র তীরবর্তী উলিপুর, চিলমারী, রৌমারী উপজেলার তিন শতাধিক চরের লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে।

এদিকে চলমান বন্যায় উত্তর-মধ্যাঞ্চলের জেলাগুলোর নিম্নাঞ্চলের বাসিন্দারা পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এসব এলাকায় পানিতে তলিয়ে রয়েছে হাজার হাজার হেক্টর ফসলের জমি। ভেসে গেছে পুকুরের মাছ। হাঁস মুরগি ও গবাদিপশু নিয়ে দুর্গতরা পড়েছেন মহা দুর্দশায়। ধানসহ মৌসুমি ফসলের ক্ষতিতে উৎকণ্ঠা বাড়ছে ক্ষতিগ্রস্তদের।

এছাড়া তিস্তা ও ধরলা নদী তীরবর্তী এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। ফরিদপুরে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে পদ্মার পানি। পানবিন্দি ৫০ হাজার পরিবারে এক লক্ষের বেশি। মধুমতি, আড়িয়াল খাঁর তীরে তীব্র ভাঙন অব্যাহত আছে।

সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী রয়েছে অন্তত অর্ধলক্ষাধিক মানুষ। এছাড়া টাঙ্গাইল, রংপুর, রাজবাড়ি, জামালপুর, নীলফামারীসহ বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network