২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

পাবিপ্রবিতে শিক্ষক হলেন ববির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আসলাম

আপডেট: অক্টোবর ১৭, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনামিকা আক্তার বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী আসলাম হোসাইন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।তিনি গণিত বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। এর আগে তিনি বাংলাদেশ এয়ারফোর্স (বিএফ) শাহীন কলেজের লেকচারার ছিলেন।

গত ১১ অক্টোবর একটি প্রেসবিজ্ঞপ্তি দিলে আজ নিয়োগ পাওয়ার কথা জানান নিয়োগপ্রাপ্ত আসলাম হোসাইন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত আসলাম হোসাইন জানান, আমার গণিতের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করতো।তাছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি টিউশনি করাতাম এবং শিক্ষকতা পেশার প্রতি আকর্ষণও ছিলো।আমার সকল কাজে আমার পিতা-মাতা সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন।আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি যাঁরা সঠিক দিকনির্দেশনা দিয়েছে বলেই আজ আমি এ পর্যন্ত।

আসলাম গণিত অলিম্পিয়াডে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। স্নাতকে তাঁর সিজিপিএ ৩.৯৪। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন অর্জন আমাদেরকে গর্বিত করে।এর আগেও আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও বিভিন্ন কর্মযজ্ঞে পদার্পন করেছে।এ থেকে শিক্ষার্থীরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছে।এই সফলতার ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।আগামিতে বরিশাল বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান চিন্ময়ী পোদ্দার বলেন,আমার বিভাগের শিক্ষার্থী এ অর্জন আমাদের গর্বিত করে।এটা গণিত বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্যেও গর্বের।এই অর্জন শিক্ষার্থীদের জন্যে বড় একটি অনুপ্রেরণা।##

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network