২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

নন-ক্যাডার এর নতুন নিয়ম এর বিরুদ্ধে বরিশালে মানবন্ধন।

আপডেট: অক্টোবর ২০, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনামিকা আক্তার ,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক বিসিএস নন-ক্যাডার নিয়োগে নতুন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ৪০তম বিসিএস পরীক্ষায় অপেক্ষমান নন-ক্যাডার প্রার্থীরা।এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী, অন্যান্য চাকরিপ্রার্থীরা ও বেকার ছাত্রসমাজ। মানববন্ধনে চাকুরী প্রার্থীরা নতুন নিয়মকে অযৌক্তিক বলে পিএসসিকে কড়া সমালোচনা করে ছয় দফা দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) অশ্বিনীকুমার টাউন হলের সামনের সড়কে সকাল ১১টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নন-ক্যাডার নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রতিটি বিসিএসে চূড়ান্ত ফল প্রকাশের পর প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হতো এবং পরের বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় থেকে যত চাহিদা আসে, সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হতো। কিন্তু ৪০ তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ দেওয়ার আগেই ৪১,৪৩ ও ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী শূন্য পদ আলাদা করার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পিএসসি। এমনকি বিজ্ঞপ্তি না হলেও ৪৫ তম বিসিএসের নন-ক্যাডারের পদের চাহিদা চাওয়া হয়েছে। পিএসসির এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ৪০ তম এবং পরবর্তী ৪১,৪৩ ও ৪৪ তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের ওপর বিপর্যয় নেমে আসবে। এই চার বিসিএসের ৩০-৩৫ হাজার প্রার্থীকে তখন শূন্য হাতে ফিরতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. লিয়ন শেখ বলেন, বিসিএস শিক্ষার্থীরা তিনটি ধাপ অতিক্রম করে।তারপরে একটি পর্যায়ে যায়।যোগ্যতার প্রমাণ দেওয়ার পরে যদি নন-ক্যাডার থেকে চাকুরী না দিতে পারে,তাহলে হতাশা দিন দিন বেড়ে যাবে।বর্তমান শিক্ষার্থীদের মাঝে হতাশা ও আত্মহত্যার প্রবণতা লক্ষ করা গেছে। কিন্তু যে নীতিমালা হাতে নিয়েছে তাতে শিক্ষার্থীদের হতাশা আরো বেড়ে যাবে।আমরা চাই,দেশের মঙ্গলে,শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে নন-ক্যাডারের নতুন নীতিমালা প্রনয়ন না করা হোক।

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আসিফ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এই নতুন নীতিমালার ফলে আরো বেশি দেশে বেকার সংখ্যা বৃদ্ধি পাবে।তাই, মন্ত্রণালয়ের অধীনে নয়,আগের নিয়মে পিএসসির মাধ্যমে নন-ক্যাডারের নিয়োগ প্রক্রিয়া হোক।তাতে আমাদের যোগ্যতার প্রমাণ ও হতাশা দুর হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন , পিএসসি’র এমন সিদ্ধান্ত আমাদের জন্য অমানবিক। এমনটা আমরা কখনোই প্রত্যাশা করি না। বর্তমান সরকারের সময় বিসিএসকে বেকারবান্ধব করে মানুষের আস্থার জায়গায় নিয়ে আসা হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই পিএসসি এমন সিদ্ধান্ত থেকে সরে আসবে।

মানববন্ধনে ছয়দফা দাবি উথাপন করা হয়। ছয় দফা দাবিগুলো হলো, বিজ্ঞপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের বেকার বিরুদ্ধে ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল, ৪০তম বিসিএস নন-ক্যাডারের পদ ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসকে দেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা, যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে, সেই একই প্রক্রিয়ায় বর্তমানে উদ্ভূত সমস্যার সমাধান, ‘যার যা প্রাপ্য, তাকে তা-ই দেওয়া হবে’ পিএসসির এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা ও বেকারত্ব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করে বেকার বান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন এবং গত এক যুগে পিএসসি যে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বেকারবান্ধব প্রতিষ্ঠান ছিল, সেই ধারা অব্যাহত রাখা।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network