২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-অমর একুশে পালিত

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

এমডি রিয়াজ হোসেন,ইতালিঃ
ইতালিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-অমর একুশে পালিত হয়েছে।
বাংলাদেশের সাথে সময়ের মিল রেখে স্থানীয় সময় সন্ধ্যা ৭ঃ০১ মিনিটে রোমে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন। পরে বাংলাদেশ সমিতি, ইতালী, স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ইতালিতে
ইতালি প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশী রোমের স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও ইতালির বারি শহরে নির্মিত স্থায়ী শহীদ মিনারসহ অস্থায়ী ভাবে নির্মিত বিভিন্ন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসীরা।রোমের লার্গো প্রেনেসতিনা একুশ উদযাপন পরিষদের উদ্যোগে বিপুল সংখ্যাক প্রবাসী বাংলাদেশীরা অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে প্রবাসীরা বাংলাদেশ সরকারের কাছে রোমে বাংলা স্কুলের প্রতিষ্ঠার জোর দাবী জানান।
রোমের স্থায়ী শহীদ মিনারে ইতালি আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।এ সময় কয়েক দফায় দস্তাদস্তি হয়।পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে প্রবাসীরা শ্রদ্ধা জানান। তবে এমন পরিস্থিতিতে নতুন প্রজন্ম আগামীতে জাতীয় অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিবেন বলে ধারনা করছেন বিশিষ্টজনরা। রাজধানী রোম ছাড়াও মিলান,ভেনিস,নাপলী সহ বিভিন্ন শহরে স্থায়ী ও অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ২১ফেব্রুয়ারী সকালে রোমের বাংলাদেশ দূতাবাসে পতাকা উত্তোলন সহ জাতীয় কর্মসূচী পালন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network