গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ গাছের নিচে চাঁপা পড়ে দিলীপ হালদার (৫৫) নামের এক দিনমজুর নিহত হয়েছে। বুধবার সকাল নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ ধানডোবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিলীপ ওই গ্রামের জিতেন হালদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, নিজবাড়ীতে গাছ কাটার সময় দূর্ঘটনাবশত গাছের নিচে চাঁপা পরে ঘটনাস্থলেই মারা যায় দিলীপ। এবিষয়ে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।