১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

রাতের আঁধারে চারা গাছ কেটে ফেলার অভিযোগ

আপডেট: এপ্রিল ১৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রাতের আঁধারে রাস্তার পাশের চারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্বচক্ষে কেউ না দেখলেও স্থানীয় এক যুবক গাছ কাটার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন গাছ মালিক। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ লক্ষনকাঠী গ্রামের।
বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের আসমত হাওলাদার অভিযোগ করে বলেন, গত কয়েকদিনের ব্যবধানে দক্ষিণ লক্ষনকাঠী-আটক গ্রামীন সড়কের পাশে আমার রোপনকৃত বিভিন্ন প্রজাতির ১০টি চারা গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কর্তনের সাথে ওই গ্রামের আব্দুল হক ফকিরের মাদকসেবী ছেলে কাওসার ফকির জড়িত বলে তিনি দাবী করেন। তবে অভিযোগ অস্বীকার করে কাওসার ফকিরের ভাই বাচ্চু ফকির বলেন, রাতের আঁধারে কে বা কাহারা রাস্তার গাছ কেটেছে। সেই দায় ঢাকায় অবস্থানরত আমার ভাইয়ের ওপর চাপানোর পাঁয়তারা চালাচ্ছে প্রতিপক্ষরা। সরেজমিন ওই এলাকা ঘুরে জানা গেছে, গত কয়েক দিনের ব্যবধানে ওই এলাকার নুর মোহাম্মদ ফকির, স্কুল শিক্ষিকা লাইজু বেগম ও লিপি বেগমের রান্না ঘরে রাতের আঁধারে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এতে বড়ধরনের ক্ষতি না হলেও পরিবারগুলোর মাঝে চরম আতংক বিরাজ করছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network