২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বরিশালে ইন্টার্ন ডক্টর্স হোস্টেলে অভিযান : ইয়াবা, হাতুরি, লোহার রড উদ্ধার

আপডেট: অক্টোবর ১৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন ডক্টর্স হোস্টেল অভিযান চালিয়েছে পুলিশ। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা, হাতুরি, লোহার রড ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ এক বহিরাগতকে আটক করেছে পুলিশ।

আটককৃত মো. রিশাতুল ইসলাম রন্টি (২৪) ডক্টর্স হোস্টেল সংলগ্ন নগরীর ১১ নম্বর ওয়ার্ডস্থ ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা আব্দুস ছালাম খানের ছেলে। এসময় রন্টির দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে নাসির উদ্দিন শ্রাবণ নামের এক ইন্টার্ন চিকিৎসককে আটক করলেও রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেবাচিম হাসপাতাল পরিচালকের উপস্থিতিতে এএফএম নুরুর রফি ডক্টর্স হোস্টেলে কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল আহমেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

তথ্য নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মো. নুর ইসলাম জানান, ‘হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ইন্টার্ন ডক্টর্স হোস্টেলে অভিযান চালায়। এসময় সেখানকার তৃতীয় তলায় ৩০৩ নম্বর রুম থেকে বহিরাগত রিশাতুল ইসলাম রন্টিকে আটক করা হয়।

ওসি বলেন, ‘রুমটিতে তল্লাশি করে ৫২০ ইয়াবা ট্যাবলেট, একটি হাতুড়ি, লোহার রড ও পাইপ, দুটি মদের বোতল ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আটককৃত রন্টি একজন বড় মাদক ব্যবসায়ী। সম্প্রতি তার স্ত্রী রুবিনা আড়াই হাজার পিস ইয়াবাসহ আটক হয়। তখন রন্টি কারাগারে ছিল।

তিনি বলেন, ‘যে রুম থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে সেই রুমটি কারোর নামে বরাদ্দ নেয়া নয়। ওই রুমটি কে ব্যবহার করে তাও জানা যায়নি। বহিরাগত রিফাত ডক্টর্স হোস্টেলের ওই রুমটিতে বসে ইয়াবা ব্যবসা করে আসছিল।

ওসি বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। তাছাড়া রিফাত কিভাবে ওই হোস্টেলে থাকত, কে তাকে সহযোগিতা করতো সে বিষয়গুলো জানতে জিজ্ঞাসাবাদ চলছে। তবে নাসির উদ্দিন শ্রাবণ নামে কাউকে আটক করা হয়নি বলেও দাবি করেছেন তিনি।

শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, ‘আমি নিজেই ইন্টার্ন ডক্টর্স হোস্টেল রুটিন ভিজিটে যাই। সেখানে ওই ছিলেটিকে দেখে সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেই। তারা এসে ইয়াবাসহ ওই যুবককে আটক করে। তবে ইন্টার্ন চিকিৎসককে ছাড়িয়ে রাখার বিষয়ে জানতে চাইলে ব্যস্ততার কথা বলে এড়িয়ে গিয়ে বলেন, ‘ওই কক্ষটি কারোর নামে বরাদ্দ নয়। তারপরেও যুবকটি কিভাবে রুম ব্যবহার করেছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। কোন ইন্টার্ন বা অন্য কারোর সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network