৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পংকজ নাথ এমপি।

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ-
মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টটি গত বছর মার্চ মাসে করোনা ভাইরাসজনিত কারণে বন্ধ হয়ে যায়। বুধবার বিকালে পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মনোমুগ্ধকর পরিবেশে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন সংসদ সদস্য পংকজ নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরাই গড়বো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ১০০ ম্যাচের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে। এসময় সংসদ সদস্য সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহাফুজ উল আলম লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পিযুষ চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাহাবুদ্দিন হিমু সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ক্রীড়াবিদ সহ সর্বস্থরের মানুষ। দুপুরে সংসদ সদস্য পংকজ নাথ মেহেন্দিগঞ্জ সাউথ স্কয়ার ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন শেষে সন্ধ্যায় খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network