২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

মেয়েদের অশ্লীল ভিডিও দেখানো কোরিওগ্রাফার গণেশের বিরুদ্ধে মামলা

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফারের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।

নব্বইয়ের দশকে এক নৃত্যশিল্পীকে যৌন হেনস্থার প্রতিবাদে দায়ের করা হয় এফআইআর।

মুম্বাইয়ের আম্বোলি থানায় অভিযোগ দায়ের করা হয় গণেশ আচার্যর বিরুদ্ধে।

তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-র এ, ৩৫৪-র সি, ৩৫৪-ডি, ৫০৬, ৫০৯-এর ধারায় দায়ের করা হয় অভিযোগ।

বলিউডের এই জনপ্রিয় কোরিওগ্রাফারের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্প্রতি গণেশ আচার্যর বিরুদ্ধে সরব হন বলিউডের এক জুনিয়র কোরিওগ্রাফার।

দিব্যা কোটেইন নামে ওই কোরিওগ্রাফার অভিযোগ করেন, কাজের পর অর্থাৎ শুটিং সেটের বাইরে গিয়ে গণেশ জোর করে তাকে অশ্লীল ভিডিও দেখাতেন।

শুধু তাই নয়, ওই কোরিওগ্রাফারকে তিনি বার বার অশ্লীল প্রস্তাবও দিতেন বলে দায়ের করা হয় অভিযোগ।

দিব্যা কোটেইনের পর গণেশজির বিরুদ্ধে সরব হন আরও এক নারী।

তিনি অভিযোগ করেন, নব্বইয়ের দশকে গণেশ তাকে ডেকে, তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন।

পরপর দুই ঘটনার জেরে জোর শোরগোল শুরু হয়ে যায় বলিউড জুড়ে।

তবে গোটা ঘটনাই সাজানো বলে দাবি গণেশের।

বি টাউনের অন্য কোরিওগ্রাফার সরোজ খান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও পাল্টা অভিযোগ করেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network