২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

জাহানারা এখন আন্তর্জাতিক ‘ক্রাশ’

আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

পুরুষ ক্রিকেটে সাকিব-তামিম-সৌম্য-লিটন-তাসকিনদের হাজার হাজার নারীভক্ত রয়েছে।

যদিও সবার মনে কষ্ট দিয়ে একে একে সবাই বিয়ের পিঁড়িতে বসেছেন।

সময়ের যাত্রায় এগিয়ে গেছে মেয়েদের ক্রিকেটও।

আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফর্মেন্স করে অসংখ্য পুরুষের চোখে তারা এখন স্বপ্নের নায়িকা।

জাহানারা আলমের কথাই ধরা যাক।

দুর্দান্ত পারফর্মেন্স আর ফ্যাশন সচেতনতার কারণে ইতিমধ্যেই এই পেস তারকা ‘জাতীয় ক্রাশ’ উপাধি পেয়ে গেছেন।

এবার তার সৌন্দর্যের জয়গান ছড়িয়ে পড়েছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে।

ক্রিকেটবিশ্ব মজেছে জাহানারারা কাজল চোখে।

ভারতের বিপক্ষে যেদিন মাঠে লড়াই করছিলেন জাহানারা, সেই মুহূর্তে সোশ্যাল সাইটে আলোচনার কেন্দ্রে চলে যায় তার আইলাইনার।

টানা টানা চোখে গাঢ় করে ‘আইলাইনার’ মেখে মাঠে নামেন জাহানারা।

মাঠে দৌড়াদৌড়িতে শরীরে জমা ঘামে আইলাইনারের রং বেশিক্ষণ টেকার কথা না।

কিন্তু এই নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত জাহানারাকে একইভাবে দেখা যাচ্ছে।

যেভাবে আইলাইনার মেখে মাঠে ঢুকছেন, ঠিক একইভাবে মাঠও ছাড়ছেন। আইলাইনারের কোনো ক্ষতি হচ্ছে না।

বিষয়টি নিয়ে এতটাই আলোচনা হয়েছে যে, বিবিসির ক্রীড়া বিভাগ পর্যন্ত মজে গেছে।

বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ থেকে টুইটারে জাহানারার টানা চোখের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘জাহানারার যুদ্ধ-সাজ।

কেউ বলতে পারবেন, সে কোন আইলাইনার ব্যবহার করে যা ঘামকে কাঁচকলা দেখায়?’

অস্ট্রেলিয়ার খ্যাতিমান ক্রিকেট সাংবাদিক মেলিন্ডা ফ্যারেল তো এই আইলাইনারের রহস্য উদঘাটন করা নিজের লক্ষ্য বানিয়ে ফেলেছেন, ‘জীবনে এই একটা জিনিসই খুঁজে বের করতে চাই।

জাহানারা কোন ব্র্যান্ডের অমোচনীয় আইলাইনার ব্যবহার করে, ওর মতো একটু হলেও ব্যবহার করে দেখতে চাই।’

ভারতীয় এক ক্রিকেটপ্রেমী মন্দাকিনী লিখেছেন, ‘সব খেলোয়াড়ের মধ্যে সে সবচেয়ে স্টাইলিশ।

সবার মনোযোগ কেড়ে নেয় এবং আমার অফিসে ক্রিকেটারদের মধ্যে তাকে নিয়েই বেশি আলোচনা হয়।’

অভিষেক শর্মা নামে একজন লিখেছেন, ‘উপমহাদেশে এই আইলাইনারকে বলা হয় সুরমা।

এটা খারাপ কোনো কিছু থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়।’

ডমিঙ্গোজ আরাউজো নামে একজন লিখেছেন, ‘ম্যাচের (ভারতের বিপক্ষে) ক্রাশ ছিলেন জাহানারাই’।

অস্ট্রেলিয়ার জেমি অ্যান্ডারসন লিখেছেন, ‘জাহানারার আইলাইনার আমাকে নতুন জীবন দিচ্ছে।’

Test Match Special

@bbctms

Also how good is Jahanara Alam’s war paint!

Does anyone know what sweat-defying eyeliner she’s using? …asking for a friend. 😂😂😂

টুইটারে ছবি দেখুন
১৮ জন লোক এই সম্পর্কে কথা বলছেন
  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network