২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বরিশালে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট: মার্চ ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালে যথাযথ মর্দাযাদর মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ পালিত হয়েছে।

সকালে সূর্যদয়ের সাথে সাথে সদর রোডস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ। এসময় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন। পরপরই শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ। এসময় সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর একে একে বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানায়।

একই সময় বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মূরালে শ্রদ্ধা জানায়, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান।

এর আগে সকাল ৮টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বরিশাল সাংস্কৃতিক সংগঠনক সমন্বয় পরিষদ, শব্দাবলী গ্রুপ থিয়েটার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃিতক সংগঠন।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরী।

পরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network