২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

মিন্নিকে বরগুনা থেকে গাজীপুর কারাগারে প্ররণ

আপডেট: অক্টোবর ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

কঠোর গোপনিয়তার মধ্যদিয়ে আজ সকাল ৬ টা ৪৫ মিনিটে রিফাত হত্যায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নিকে বরগুনা থেকে গাজীপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে কারাসূত্র।

পুলিশের ১টি প্রিজন ভ্যান ও ২ টি পিকআপ ভ্যানের একটি বহর তাকে নিয়ে চলে যায়। অন্য আরও তিনজনকে কাশিমপুর কারাগারে পাঠানোর কথা থাকলেও তাদের আজ পাঠানো সম্ভব হয়নি বলে ডিবি পুলিশের একসি সূত্র নিশ্চিত করেছে।

বরগুনার কারাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন জানান, কর্তৃপক্ষের নির্দেশে সকালে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামী আয়শা সিদ্দিকা মিন্নীকে গাজীপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর ও মা’ জিনাত জাহান মনি সর্বশেষ ২২ অক্টোবর মোবাইলে মিন্নির সাথে কথা বলেন। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান,তাদের পরিবারের কেউই মিন্নিকে গাজীপুর কাশিমপুর কারাগারে নিয়ে যাবার বিষয়টি জানেন না।

আজ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন। কারাধ্যক্ষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ৫ জন আসামীর বিষয়ে বলেন,তারা এখনো বরগুনা কারাগারে রয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেষ পেলে তাদের বিষয় সিন্ধান্ত নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network