৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

শীতের দুধ কুলি তৈরি করবেন যেভাবে

আপডেট: নভেম্বর ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রোকেয়া বেগম
শীতের সময়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়ে থাকে। অনেকের প্রিয় একটি পিঠা হচ্ছে দুধ কুলি। পরিবারের সদস্যদের জন্য ঘরেই তৈরি করতে পারেন দুধ কুলি।

যা লাগবে

পিঠার ডোর জন্য চালের গুঁড়া ২ কাপ, পানি ১.৫ কাপ, লবণ ১/২ চা চামচ।

পুরের জন্য

নারিকেল কোরা ১/২টা, চিনি ১/৪ কাপ, খেজুর গুড় ১/২ কাপ, ঘি ১ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ।

দুধের জন্য

দুধ ১.৫ লিটার, চিনি ১/২ কাপ, খেজুর গুড় ১/২ কাপ, পানি ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ১/২ কাপ, গরম মসলা ৪/৫ টুকরো করে প্রতিটা।

যেভাবে করবেন

প্যানে নারিকেল কোরা, ঘি, চিনি এবং খেজুর গুড় দিয়ে মৃদু আঁচে জ্বাল দিন। পানি বের হয়ে টেনে গেলে এলাচ গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে রাখুন।

পানিতে লবণ দিয়ে জ্বালে বসান। টগবগ করে ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে ঢেকে মৃদু আঁচে রেখে দিন ৫ মিনিট। পাত্র আলগা করে চালের গুঁড়া নেড়ে পানির সঙ্গে মিশিয়ে চুলা বন্ধ করে ঢেকে রাখুন আরও ৫ মিনিটি। এবার ভালো মতো মথে কাই তৈরি করুন। ছোট ছোট লেচি কেটে হাতে বাটির মতো তৈরি করে অথবা রুটি বেলে গোল করে কেটে ভেতরে পুর ভরে দিন। ফোল্ড করে মুখ বন্ধ করে ছোট ছোট ভাঁজ দিয়ে নকশা করে নিন।

এভাবে সব পিঠা বানিয়ে নিন। ২ টেবিল চামচ পানি হালকা গরম করে গুড় গুলে নিন। দুধ জ্বালে বসান। গরম মসলা এবং চিনি মেশান। দুধ উতলে উঠলে চুলা বন্ধ করে দুধ কিছুটা ঠাণ্ডা করে নিন। গলানো গুড় মেশান।

নেড়ে আবার জ্বালে বসান। টগবগ করে ফুটলে পিঠাগুলো দিয়ে দিন। মৃদু আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। এখান থেকে কিছুটা দুধ উঠিয়ে গুঁড়া দুধ গুলে পিঠায় মিশিয়ে নামিয়ে নিন। ব্যাস তৈরি মজাদার দুধ কুলি পিঠা।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network