৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

চার ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ৬ প্রাণ

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

চট্টগ্রাম, খুলনা ও লহ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও কলেক শিক্ষকসহ ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে চার ঘণ্টার ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটেছে।

এর মধ্যে চট্টগ্রামের বাকলিয়ায় বালুবাহী ডাম্পার ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। লক্ষ্মীপুরের চররুহিতার রসুলগঞ্জ-নবীগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন ১০ম শ্রেণির এক স্কুলছাত্রসহ দুইজন। এছাড়া খুলনায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন পঞ্চানন বিশ্বাস নামে ৫০ বছর বয়সী এক কলেজ শিক্ষক। খবরের বিস্তারিত নিচে।

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় তিন অটোযাত্রী নিহত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় বালুবাহী ডাম্পার ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রা সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মো. অহিদ মিয়া, মো. শহীদ মাঝি এবং মো. আব্দুল মান্নান।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাহিন্দ্রা সিএনজি অটোরিকশাকে বালিবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে সাতজন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে মো. অহিদ মিয়া সিএনজি অটোরিকশা চালক ও বাকি দুইজন শ্রমিক। কাজ শেষে বাসায় ফিরছিলেন তারা।

লক্ষ্মীপুরে স্কুলছাত্রসহ নিহত ২

রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুরে চররুহিতার রসুলগঞ্জ-নবীগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। তারা হলেন শান্ত ইসলাম এবং সোহাগ রহমান।

নিহত শান্ত চররুহিতার আবুল বাসারের ছেলে। সে ১০ শ্রেণিতে পড়াশোনা করতো। সোহাগ রহমান একই এলাকার সফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে শান্ত ও সোহাগ নবীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে রসুলগঞ্জের দিকে যাচ্ছিল। রসুলগঞ্জের কাছাকাছি পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় দুইজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে শান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার চেষ্টা করা হলে শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনায় ট্রাকের ধাক্কায় কলেজশিক্ষক নিহত

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় ট্রাকের ধাক্কায় পঞ্চানন বিশ্বাস নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

পঞ্চানন বিশ্বাস গোলদার খুলনার ডুমুরিয়ার ধানিবুনিয়া গ্রামের বাসিন্দা পাগল গোলদারের ছেলে ও ডুমুরিয়ার শহীদ আবুল কাশেম ডিগ্রী মহাবিদ্যালয়ের আইসিটি শিক্ষক।

স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলে কৈয়া বাজার থেকে খুলনার দিকে আসছিলেন পঞ্চানন। জিরো পয়েন্ট এলাকায় কামরুলের দোকানের সামনে আসলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার একটি হাত ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারি বিভাগে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মৃত ব্যক্তির মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রয়েছে। ট্রাকটি ও তার চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network