৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

মেহজাবিন-নিশোর ‘শিল্পী’

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নতুন মাইলফলক ছোঁয়ার পথে আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী অভিনীত নাটক ‘শিল্পী’। গত ১৮ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হয়।

প্রকাশের পর থেকেই দর্শকের আগ্রহের কারণে নাটকটির ভিউ হয় ৮০ লাখ। এ ছাড়া এই সময়ের মধ্যে তিন লাখ লাইক এবং ২০ হাজার কমেন্ট পড়ে নাটকটির জন্য।

নাটকটির নির্মাতা, অভিনয়শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠান ধারণা করছেন, দর্শক যেভাবে নাটকটি দেখছেন, তাতে শিগগিরই এটির ভিউ কোটির ঘর অতিক্রম করবে।

এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। স্ট্রিট সিঙ্গারের জীবন নিয়ে তৈরি হয়েছে নাটকটি। দুই তারকার এই সফলতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের পাশাপাশি অনেক তারকা নাটকটির প্রতি তাদের ভালোবাসার মত প্রকাশ করেছেন।

নির্মাতা মহিদুল মহিম এ বিষয়ে বলেন, দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা বরাবরই থাকে আমার। স্ট্রিট সিঙ্গারদের নিয়ে আমাদের এখানে তেমন একটা কাজ হয়নি। ফলে নাটকটি নিয়ে আমি প্রথম থেকেই আশাবাদী। এটিও ঠিক, নাটকটির চলমান দর্শকপ্রিয়তা আমার ভাবনাকেও ছাড়িয়ে গেছে। দর্শক এমনভাবে নাটকটি নেবে তা আমার চিন্তায়ও ছিল না।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির প্রধান এসকে সাহেদ আলী বলেন, ‘নাটকটির এমন জনপ্রিয়তায় আমরা উচ্ছ্বসিত। এ জন্য কৃতজ্ঞতা জানাই দর্শকদের।’

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network