২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বানারীপাড়ায় বধির স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল হাই বখ্শ’র ইন্তেকাল : সর্বস্থরের শ্রদ্ধা নিবেদন

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়ায় জাতীয় পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বধির স্কুলের প্রতিষ্ঠাতা, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হাই বখস (৭২) বার্ধক্য জনিত কারণে রোববার ভোর সাড়ে ৪টায় পৌর শহরের কুন্দিহার গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেণ (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গুণী এ শিক্ষাগুরুর মৃত্যুর পূর্বে পরিবারের কাছে ওসিহাত করে যাওয়া কথা অনুযায়ী রোববার দুপুর সাড়ে ১২টায় তার কফিন নিয়ে যাওয়া হয় চাকুরী কালিন জীবনে বেশির ভাগ সময় পার করে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান রাজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে জনপ্রিয় এ শিক্ষকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষাার্থীরা। পরে তার কফিন নিয়ে যাওয়া হয় বানারীপাড়া বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একই কম্পাউন্ডে নিজের হাতে প্রতিষ্ঠিত বধির স্কুলের সামনের মাঠে। সেখানে সর্বস্তরের শিক্ষক ও শিক্ষার্থীর পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্ধ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেণ। পরে ওই দিন বাদ জোহর বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুল মাঠে জানাজা শেষে তার কফিন পৌর শহরের কুদ্দিহার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ বরিশাল-২ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মো.মনিরুল ইসলাম মনি, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, রিপোর্ট একাত্তর এর নির্বাহী সম্পাদক ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মো.মনিরুজ্জামান আশরাফি, আওয়ামী লীগ নেতা ডাক্তার খোরশেদ আলম সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার প্রমূখ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network