২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

গৌরনদীতে তিনটি মন্দির ভাংচুরের ঘটনায় মামলা

আপডেট: অক্টোবর ১৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি :
পবিত্র কোরআন শরীফ নিয়ে ফেসবুকের একটি পোস্টে ‘আপত্তিকর’ কমেন্ট করার জেরধরে তিনটি মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় এজাহারভুক্ত আসামী সবুজ ঢালীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশালের গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন।
উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল কাজিরপাড় গ্রামের সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বদ্য জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে একদল উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে মন্দিরের প্রতিমা ও আসবাবপত্র ভাংচুর করে।
ওসি জানান, এ ঘটনায় সুভাষ বদ্য বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনের নামে মামলা দায়ের করেছেন।
ওসি আরও বলেন, কোরআন শরীফ নিয়ে আপত্তিকর কমেন্ট করায় ধর্মীয় অবমাননার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক মহানন্দ বদ্যকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, পবিত্র কোরআন শরীফ নিয়ে ফেসবুকের একটি পোস্টে ‘আপত্তিকর’ কমেন্ট করেন মহানন্দ বদ্য। শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে পরলে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। ওইদিন রাতে মহানন্দকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে উত্তেজিত জনতা ধুরিয়াইল কাজিরপাড় সার্বজনীন দুর্গা মন্দির, হরি মন্দির এবং জগদীশ বদ্যর বাড়ির হরি মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network