২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

মির্জাগঞ্জে সুষ্ঠু ভোটে চারটিতে আ.লীগ ও দুইটিতে স্বতন্ত্রের জয়

আপডেট: নভেম্বর ২৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ তৃতীয় ধাপে গতকাল রোববার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সবকটি (৬টি) ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব ইউপির চারটিতে আওয়ামী লীগের প্রার্থীরা ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন, মাধবখালি ইউপিতে কাজী মিজানুর রহমান লাভলু নৌকা প্রতীকে ৪ হাজার ৫৯৫ ভোট, মির্জাগঞ্জ ইউপিতে আবুল বাশার নাসির আনারস প্রতীকে ৬ হাজার ৯৩০, আমড়াগাছিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ নৌকা প্রতীকে ৬ হাজার ২৬৬, দেউলী সুবিদখালী ইউপিতে মোহাম্মদ আনোয়ার হোসেন খান নৌকা প্রতীকে ৮ হাজার ৩৪২ ও মজিদবাড়িয়া ইউপিতে মোঃ শহীদুল্লাহ শানু আনারস প্রতীকে ৫ হাজার ৩২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া কাকড়াবুনিয়া ইউপিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে নৌকার প্রার্থী মোঃ মাহবুব আলম স্বপন চেয়ারম্যান পদে বিজয়ী হন। সেখানে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচনী এলাকাগুলোতে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভােট দেন। প্রতিটি কেন্দ্রে উপস্থিত সব ভোটারই ভোট দিতে পেরেছেন বলে জানা গেছে। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন বলে জানান ভোটাররা।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network