২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ইতালিতে সাংবাদিক পরিবারের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত।

আপডেট: মে ৭, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

ইতালি প্রতিনিধিঃ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে ইতালির ভেনিসে সাংবাদিক পরিবার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ মে) স্থানীয় সময় বিকাল ৫টায় ভেনিসের মেস্ত্রে ঢাকা বিরিয়ানি হাউজে গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আর টিভির ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামান এর সভাপতিত্বে ও আইঅন টিভির ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইনের সঞ্চালনায় সভায়

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন টিভির ভেনিস প্রতিনিধি প্রিন্স হাওলাদার, এটিএন বাংলা ভেনিস প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নাজমুল হোসাইন,ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি শাইখ আহমেদ,সহ প্রচার সম্পাদক জাকির হোসেন।ইতালিয়ান প্রবাসী চ্যালেনের কর্নধার আবু নাঈম ভূইয়া,নিউজ 24 এর ভেনিস প্রতিনিধি তিসা সুলতানা, সাংবাদিক মোখলেছুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা বলেন, ইউনেস্কোর সুপারিশে ৩০ বছর ধরে ৩ মে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে জাতিসংঘ।এরই ধারাবাহিকতায় প্রতিবছর এই দিন দিবসটি পালন করা হয়।এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি।

সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয় আলোচনা সভায়।

গণমাধ্যমের মতপ্রকাশের অবাধ স্বাধীনতা হোক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বার্থকতা এমনটি প্রত্যাশা করেন সাংবাদিকরা।পরে সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত পজেটিভ বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখাই আরটিভি ইতালি প্রতিনিধি আসলামউজ্জামান বিশেষ সম্মাননা প্রাপ্তিতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সাংবাদিকবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network