৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ডাকাতের গুলিতে নিহত হল নিরাপত্তারক্ষী।

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ হুমায়ুন কবির
সাভার প্রতিনিধি।

আশুলিয়ায় ডাকাতদের ছোড়া গুলিতে আব্দুল কাদের (৫৮) নামে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।শনিবার দিবাগত রাত সাড়ে ৩টা নাগাদ আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহত নাম আব্দুল কাদের ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা বলে জানা গেছে। তিনি কুটুরিয়া উত্তরপাড়া এলাকার ‘নীট ২০০৭ লিমিটেড’ নামে একটি কারখানায় কর্মরত ছিলেন।স্থানীয়র জানান, রাত সাড়ে ৩টা নাগাদ একদল ডাকাত আমির দেওয়ান নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে বাড়ির বাসিন্দারা ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভিতর থেকে লাইসেন্সকৃত শর্টগান থেকে ডাকাতদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এসময় ডাকাতরাও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০/২১ রাউন্ড গোলাগুলির পর আশপাশের বাসিন্দারা এগিয়ে এলে ডাকাতরা পিছু হাটে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পেয়ে তাঁর দিকে গুলি করলে গুলিটি তাঁর ডান চোখে লাগ। গুলিতে গুরুতর আহত নিরাপত্তারক্ষী আব্দুল কাদেরকে পরে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।ভুক্তভোগী বাড়ির মালিক আমির দেওয়ান বলেন, রাতে বাড়ির গ্রীল কেটে ৩ জন ডাকাত আমার ঘরে প্রবেশ করে। পরে আমার ছেলে টের পেয়ে চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন জড়ো হওয়ার পর ডাকাতরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা এক সিকিউরিটি গার্ডকে লক্ষ্য করে গুলি করে, পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এসময় আমির দেওয়ানের বাড়ি থেকে গুলি করা হয়েছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, “গুলি ছোড়া হয়েছিলো, কিন্তু কে ছুড়েছে আমি জানি না”।
নীট ২০০৭ লিমিটেড কারখানার মার্কেটিং বিভাগের দায়িত্বে থাকা আশরাফুল ইসলাম বলেন, কারখানার পাশের আমির দেওয়ানের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়ছিলো, এসময় বাড়ির সামনের সিকিউরিটি গার্ডকে দেখে তাকে গুলি করে ডাকাতরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়,
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ বলেন, ভোরের দিকে আব্দুল কাদেরকে গুরুতর আহত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। ডান চোখে গুলি লেখেছে বলে প্রাথমিক ভাবে জেনেছি। বিস্তারিত পুলিশ বলতে পারবে,
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সিনিয়র অফিসাররাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন,এঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network