৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

হিজলায় সন্ত্রাসী কায়দায় সাংবাদিক এর জমি দখলের চেষ্টা, থানায় সাধারণ ডায়েরি।

আপডেট: জানুয়ারি ১৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

হিজলা(বরিশাল)প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলায় ক্রয় সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমির গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে হিজলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।সাধারণ ডায়েরির পর বেদখলীয় জমির মধ্যে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে খড়ের পালা দিয়েছে হাশেম শেখ। এ বিষয়ে হিজলা থানায় ১৫ জানুয়ারী সাধারণ ডায়েরি (জিডি)করেছেন সাংবাদিক মোঃ আলহাজ।হিজলা থানায় জিডি নং ৫৪২। স্থানীয় ভাবে জানা যায়, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর মৌজায় ৩১১ নং বি.এস খতিয়ানের ২২২৬ নং দাগের ১০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক মোঃ আলহাজ। এর মধ্যে প্রায় ৪ শতাংশ জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করে এলাকার মৃত আকরাম আলী শেখের পুত্র হাশেম গংরা।হাশেমের ছেলে রাসেল সাংবাদিক মোঃ আলহাজকে ওই জমির ধারে কাছে গেলে প্রাণনাশের হুমকি দেয়।নিরাপত্তার জন্য সে আইনের আশ্রয় নিয়েছেন বলে ও জানান। উল্লেখ্য তারা এতটাই ভয়ংকর তাদের বিরুদ্ধে কাউরিয়া বাজারের ভিতরে সরকারি জমি অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ ও রয়েছে।২০২২ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে একটি মোটরসাইকেল তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ মাদকসহ কাউরিয়া বাজারে খাবার হোটেল ব্যবসায়ী হাশেম শেখের পুত্র রাব্বি শেখ ও তার সহযোগী রাব্বি হাওলাদারকে আটক করে। কিছুক্ষণ পরেই রাব্বির বড় ভাই রাসেল শেখ তার সঙ্গীদের নিয়ে ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।একপর্যায়ে রাব্বি ও তার সহযোগীকে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভিতরে নিরাপত্তার জন্য নিয়ে যায় পুলিশ।এস আই বেল্লাল হোসেন ও এ এস আই সাইফুল ইসলাম থানায় ফোনে ঘটনাটি জানানোর পরে অতিরিক্ত পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা এবং মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ জুবাইর বলেন সোমবার সকালে এসে সাংবাদিক মোঃ আলহাজ হিজলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network