৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

জাতির পিতাকে হারানোর পরে দিকভ্রান্ত সমবায় সমিতিগুলো উদ্বাস্তুর মত হয়ে গেছে-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

আপডেট: মার্চ ৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, দেশ স্বাধীনের পর সাড়ে ৩ বছরের মাথায় জাতির পিতাকে হারানোর পরে দিকভ্রান্ত সমবায় সমিতিগুলো উদ্বাস্তুর মত হয়ে গেছে। পারস্পারিক দ্বন্দ্বে জড়িত হয়ে সমবায়ভিত্তিক চিন্তাটাই মানুষের মধ্যে নেই। সেটিকেই নতুন করে আবার জাগিয়ে তুলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।

আজ বুধবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু জরাগ্রস্থ বাংলাদেশকে টেনে তুলতে পরিকল্পনা করেছিলেন সমবায়ভিত্তিক বাংলাদেশের। সম্পদের মালিক হবে তিন শ্রেনীর ব্যক্তি, সমবায়ভিত্তিক ও রাষ্ট্র। আমাদের দেশে দুটি জিনিসের কিছুটা উন্নয়ন হলেও সমবায়ভিত্তির উন্নয়ন হয়নি। সমবায়ভিত্তির রাষ্ট্র করলে সকলের সমতা আসতো। কিন্তু তা সেভাবে বাস্তবায়ন হয়নি কারন সাম্রাজ্যবাদীদের থাবায় বা মুক্তবাজার অর্থনীতির কবলে পড়ে।

এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network