২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

পবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আপডেট: মার্চ ৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ৭ মার্চ সকাল ১০.০০ টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব)। পতাকা উত্তোলনের পরে প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং পোষ্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন ও সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। শ্রদ্ধা নিবেদন শেষে প্রফেসর ড. মোঃ জাহিদ হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি’র বক্তৃতা করেন সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ. ক. ম মোস্তফা জামান। প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ই মার্চ যে ভাষণ দিয়েছিল তা বিশ্বে বিরল। ১৮ মিনিটের বক্তব্যে তিনি বাঙ্গালীর স্বাধীনতার সারমর্ম বলেছিলেন। এ ভাষণ আজ বিশ্ব স্বীকৃত। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০.৩৫ মি. বিশ^বিদ্যালয়ের কৃষি অনুষদে বঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর। বেলা ১১.০০টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের বঙ্গবন্ধু র্কণারে বঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গ্রন্থাগারিক (অ.দা.) পঙ্কজ কুমার সরকার।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network